জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)
প্রকল্পের পটভূমিঃ বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের উন্নয়ন ব্যতীত বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষিতও শিক্ষিতবেকার মহিলাদের কম্পিউটার ও তথ্য যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানে ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য এ প্রকল্প গৃহীত হয়েছে। নারীর অর্থনৈতিক উন্নয়ন সাধনের মাধ্যমে সামাজিক ও ক্ষমতায়নে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের অর্থে দেশের মোট ৬৪ জেলায় এ প্রকল্পের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে । বর্তমানে প্রকল্পের ৩য় পর্যায় চলছে । জুন/২০১৮ পর্যন্ত মোট ৩৬২ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগে ৩০টি জেলায় প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ২০০৮-২০১৩ সাল পর্যন্ত ২য় পর্যায়ে দিনাজপুর কেন্দ্রে মোট ৭০৩ জন মহিলাকে এবং জুলাই-০২ থেকে ফেব্রুয়ারী-২০০৭ পর্যন্ত প্রকল্পের ১ম পর্যায়ে দিনাজপুর কেন্দ্রে মোট ৩৬২ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যঃ
Ø শিক্ষিত মহিলাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর করে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা।
Ø সর্বশেষ প্রযুক্তি ও কারিগরী জ্ঞানকে দেশজ টেকসই প্রযুক্তির সাথে প্রয়োগের মাধ্যমে আত্নস্থ করা।
Ø শিক্ষিত বেকার মহিলাদের আত্ন-কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা।
Ø নারীসমাজকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে ধারণাগত পরিবর্তনে উৎসাহ যোগান।
Ø বর্তমানের ক্রমবর্ধমান চাহিদা এবং ভবিষ্যতের চাহিদা মোকাবেলার লক্ষ্য কম্পিউটার দক্ষতার উন্নয়ন এবং বহুমুখীকরণ।
Ø তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক নারীবান্ধব উৎকর্ষতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করা।
Ø প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন সহযোগী দেশীয় ও আমত্মর্জাতিক এনজিও এবং ব্যবসায়িক সম্প্রদায়ের সাথে যোগাযোগ স্থাপন করা।
প্রশিক্ষণ কোর্সের বিবরণঃ
ü প্রশিক্ষণ কোর্সের নাম : ’’কম্পিউটার অফিস এপ্লিকেশন ’’ কোর্স
ü প্রশিক্ষণের মেয়াদ : ৬ মাস। প্রতি বছর ২টি ব্যাচ (জানুয়ারী থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর)
ü সিলেবাস প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, এবং সনদ প্রদান : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
ü প্রশিক্ষণের সময়কাল : ৩৬০ ঘন্টা (কম্পিউটার তাত্ত্বিক-৬০ ঘন্টা, ব্যবহারিক-২৪০ ঘন্টা, বেসিক ইংলিশ-৬০ ঘন্টা)
ü ভর্তির যোগ্যতা : কমপক্ষে এসএসসি /সমমান পরীক্ষায় পাশ।
ü বয়সসীমা : ১৫ বছর হতে ৩৫ বছর পর্যমত্ম (বিধবা, স্বামী পরিত্যক্তা ইত্যাদি ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিল যোগ্য)।
ü ভর্তি ফি : ১০০০/-(এক হাজার) টাকা মাত্র (এককালীন)।
ü প্রতি ব্যাচে ভর্তির সংখ্যা : ৪৬ থেকে ৫০ জন (সকাল শিফটে ২৩ থেকে ২৫ জন এবং বিকাল শিফটে ২৩ থেকে ২৫ জন)।
ü ক্লাসের সময়সূচী : সকাল শিফট ৯:৩০ মি. থেকে ১২:৩০ মি. এবং বিকাল শিফট ২:০০ মি. থেকে ৫:০০ মি.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস