|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
জাতীয় মহিলা সংস্থা
জেলা অফিস কমপ্লেক্স
মুন্সিপাড়া,দিনাজপুর।
১। ভিশন ও মিশন
১.১) ভিশনঃ জেন্ডার সমতা ভিত্তিক সমাজ ও সুরক্ষিত নারী।
১.২) মিশনঃ নারীর ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণ।
২। সেবা প্রদান প্রতিশ্রুতি
২.১) নাগরিক সেবা
নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে জাতীয় মহিলা সংস্থা মিলিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP)-এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন রাজস্ব ও উন্নয়ন কার্যক্রম ও কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করছে।
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজ পত্র এবং প্রাপ্তি স্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম পদবী, ফোন নম্বর ও ই-মেইল |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
১ |
বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান দর্জি বিজ্ঞান (সেলাই ও এমব্রয়ডারী) প্রশিক্ষণ |
বৃত্তিমূলক ও ব্যবহারিক পরিক্ষার মাধ্যমে দেশের বেকার ও দুস্থ মহিলাদের কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে আন্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করা। ৪ (চার) মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স। প্রতি ব্যাচে ২ (দুই) শিফটে ৩০ (ত্রিশ) জন।
|
অফিসের নির্ধারিত ফরমে আবেদন, ছবি, শিক্ষাগত সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র। জাতীয় মহিলা সংস্থার অফিস কার্যালয়। |
বিনামূল্যে |
আবেদনের পর ১৫ দিন। |
জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা জেলা অফিস কমপ্লেক্স মুন্সিপাড়া,দিনাজপুর। টেলি-০২৫৮৯৯২১৫৯৯ jms.nazmul@gmail.com |
২ |
আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা সহযোগিতা প্রদান (স্বকর্ম সহায়ক ও মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম) |
১। স্বকর্ম সহায়ক ঋণ কার্যক্রম (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত সার্ভিস চার্জ ১০% এককভাবে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং দলীয়ভাবে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা ঋণ প্রদান করা হয়।
২। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমঃ সার্ভিস চার্জ ৫%। এককভাবে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা থেকে ৭৫,০০০/- (পচাত্তর হাজার) টাকা এবং দলীয়ভাবে ১লক্ষ টাকা হতে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। |
অফিসের নির্ধারিত ফরমে আবেদন , ছবি, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র। প্রাপ্তি স্থান- জাতীয় মহিলা সংস্থার অফিস কার্যালয়। |
১। গৃহিত ঋণের বিপরীতে ১০% সার্ভিস চার্জ এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকার নামা।
২। গৃহিত ঋণের বিপরীতে ৫% সার্ভিস চার্জ এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকার নামা। |
ঋণ প্রস্তাব প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে |
জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা জেলা অফিস কমপ্লেক্স মুন্সিপাড়া,দিনাজপুর। টেলি-০২৫৮৯৯২১৫৯৯ jms.nazmul@gmail.com |
৩ |
আইনগত সহায়তা প্রদান |
নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান। আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান (জেলা লিগ্যাল এইড কমিটি) কমিটির মাধ্যমে সহায়তা দেয়া হয়। |
আবেদন ফরম |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তি হতে ০১ (এক) মাস |
জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা জেলা অফিস কমপ্লেক্স মুন্সিপাড়া,দিনাজপুর। টেলি-০২৫৮৯৯২১৫৯৯ jms.nazmul@gmail.com |
৪ |
সচেতনতা মূলক কর্মসূচী (উঠান বৈঠক) |
গ্রামীণ মহিলাদের সচেতনতা করার জন্য উঠান বৈঠক করা। |
কোন কাগজপত্রের প্রয়োজন নাই। |
বিনামূল্যে |
প্রতি তিন মাসে ০১ (এক) টি উঠান বৈঠক। |
জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা জেলা অফিস কমপ্লেক্স মুন্সিপাড়া,দিনাজপুর। টেলি-০২৫৮৯৯২১৫৯৯ jms.nazmul@gmail.com |
৫ |
জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা) |
কম্পিউটার প্রশিক্ষণ ও সাইবার ক্যাফে দেশের সামগ্রিক উন্নয়নে সফলতা অর্জনের ক্ষেত্রে সরকারী অর্থানুকুল্যে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষিত, শিক্ষিত-বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। কোর্সের মেয়াদ ০৬ (ছয়) মাস প্রতি ব্যাচে দুই শিফটে ৫০ (পঞ্চাশ) জন। |
অফিসের নির্ধারিত ফরমে আবেদন , ছবি, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র। প্রাপ্তি স্থান- জাতীয় মহিলা সংস্থার অফিস কার্যালয়। |
কোর্স ফি ১,০০০/- টাকা |
আবেদনের পর ১৫ দিন। |
সহকারী প্রোগ্রামার জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প(৬৪ জেলা), মুন্সিপাড়া,দিনাজপুর।
|
৬ |
তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নে প্রকল্প |
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তথ্যঃআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ ও উপশহরাঞ্চলের সুবিধা বঞ্চিত মহিলাদের দোরগড়ায় তথ্যসেবা পৌছে দিয়ে তার যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করাই তথ্যঃআপা প্রকল্পের মূল উদ্দেশ্য। |
কোন কাগজপত্রের প্রয়োজন নাই। |
বিনামূল্যে |
প্রতি মাসে ০১-০২ টি করে উঠান বৈঠকের মাধ্যমে সেবা প্রদান। |
তথ্যসেবা কর্মকর্তা উপজেলা তথ্যকেন্দ্র সদর উপজেলা, দিনাজপুর। মোবাইল-০১৩১৩-৭০৪৩৭৮ tsk.dinajpursadar@totthoapa.gov.bd |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস