Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার



 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

জাতীয় মহিলা সংস্থা

জেলা অফিস কমপ্লেক্স

মুন্সিপাড়া,দিনাজপুর।

www.jms.dinajpur.gov.bd

১।  ভিশন ও মিশন

     ১.১)   ভিশনঃ  জেন্ডার সমতা ভিত্তিক সমাজ ও সুরক্ষিত নারী।

     ১.২)   মিশনঃ  নারীর ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণ।

২।  সেবা প্রদান প্রতিশ্রুতি

     ২.১)  নাগরিক সেবা


নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে জাতীয় মহিলা সংস্থা মিলিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG)  এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP)-এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন রাজস্ব ও উন্নয়ন কার্যক্রম ও কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করছে।


ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজ পত্র  এবং প্রাপ্তি স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম পদবী, ফোন নম্বর ও ই-মেইল

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান

দর্জি বিজ্ঞান (সেলাই ও এমব্রয়ডারী) প্রশিক্ষণ

বৃত্তিমূলক ও ব্যবহারিক পরিক্ষার মাধ্যমে দেশের বেকার ও দুস্থ মহিলাদের কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে আন্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করা। ৪ (চার) মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স। প্রতি ব্যাচে ২ (দুই) শিফটে ৩০ (ত্রিশ) জন।


অফিসের নির্ধারিত ফরমে আবেদন, ছবি, শিক্ষাগত সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র। জাতীয় মহিলা সংস্থার অফিস কার্যালয়।


বিনামূল্যে


আবেদনের পর ১৫ দিন।

জেলা কর্মকর্তা

জাতীয় মহিলা সংস্থা

জেলা অফিস কমপ্লেক্স

মুন্সিপাড়া,দিনাজপুর।

টেলি-০২৫৮৯৯২১৫৯৯

jms.nazmul@gmail.com

আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা সহযোগিতা প্রদান (স্বকর্ম সহায়ক ও মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম)

১। স্বকর্ম সহায়ক ঋণ কার্যক্রম (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত সার্ভিস চার্জ ১০%

এককভাবে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং দলীয়ভাবে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা ঋণ প্রদান করা হয়।


২। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমঃ সার্ভিস চার্জ ৫%। এককভাবে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা থেকে  ৭৫,০০০/- (পচাত্তর হাজার) টাকা এবং দলীয়ভাবে ১লক্ষ টাকা হতে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

অফিসের নির্ধারিত ফরমে আবেদন , ছবি, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র।

প্রাপ্তি স্থান- জাতীয় মহিলা সংস্থার অফিস কার্যালয়।

১। গৃহিত ঋণের বিপরীতে ১০% সার্ভিস চার্জ এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকার নামা।


২। গৃহিত ঋণের বিপরীতে ৫% সার্ভিস চার্জ এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকার নামা।



ঋণ প্রস্তাব প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে

জেলা কর্মকর্তা

জাতীয় মহিলা সংস্থা

জেলা অফিস কমপ্লেক্স

মুন্সিপাড়া,দিনাজপুর।

টেলি-০২৫৮৯৯২১৫৯৯

jms.nazmul@gmail.com



আইনগত  সহায়তা প্রদান

নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান। আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান (জেলা লিগ্যাল এইড কমিটি) কমিটির মাধ্যমে সহায়তা দেয়া হয়।


আবেদন ফরম


বিনামূল্যে

আবেদন প্রাপ্তি হতে ০১ (এক) মাস

জেলা কর্মকর্তা

জাতীয় মহিলা সংস্থা

জেলা অফিস কমপ্লেক্স

মুন্সিপাড়া,দিনাজপুর।

টেলি-০২৫৮৯৯২১৫৯৯

jms.nazmul@gmail.com



সচেতনতা মূলক কর্মসূচী (উঠান বৈঠক)


গ্রামীণ মহিলাদের সচেতনতা করার জন্য উঠান বৈঠক করা।


কোন কাগজপত্রের প্রয়োজন নাই।


বিনামূল্যে


প্রতি তিন মাসে ০১ (এক) টি উঠান বৈঠক।

জেলা কর্মকর্তা

জাতীয় মহিলা সংস্থা

জেলা অফিস কমপ্লেক্স

মুন্সিপাড়া,দিনাজপুর।

টেলি-০২৫৮৯৯২১৫৯৯

jms.nazmul@gmail.com



জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)

কম্পিউটার প্রশিক্ষণ ও সাইবার ক্যাফে দেশের সামগ্রিক উন্নয়নে সফলতা অর্জনের ক্ষেত্রে সরকারী অর্থানুকুল্যে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষিত, শিক্ষিত-বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। কোর্সের মেয়াদ ০৬ (ছয়) মাস প্রতি ব্যাচে দুই শিফটে ৫০ (পঞ্চাশ) জন।

অফিসের নির্ধারিত ফরমে আবেদন , ছবি, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র।

প্রাপ্তি স্থান- জাতীয় মহিলা সংস্থার অফিস কার্যালয়।


কোর্স ফি ১,০০০/- টাকা


আবেদনের পর ১৫ দিন।

সহকারী প্রোগ্রামার

জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প(৬৪ জেলা),

মুন্সিপাড়া,দিনাজপুর।


তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নে প্রকল্প

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তথ্যঃআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ ও উপশহরাঞ্চলের সুবিধা বঞ্চিত মহিলাদের দোরগড়ায় তথ্যসেবা পৌছে দিয়ে তার যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করাই তথ্যঃআপা প্রকল্পের মূল উদ্দেশ্য।


কোন কাগজপত্রের প্রয়োজন নাই।


বিনামূল্যে

প্রতি মাসে ০১-০২ টি করে উঠান বৈঠকের মাধ্যমে সেবা প্রদান।

তথ্যসেবা কর্মকর্তা

উপজেলা তথ্যকেন্দ্র

সদর উপজেলা, দিনাজপুর।

মোবাইল-০১৩১৩-৭০৪৩৭৮

tsk.dinajpursadar@totthoapa.gov.bd